Advertise 970x90

Saturday, 20 July 2019

// // Leave a Comment

বায়ুসীমা বন্ধ করে কাঙাল হল পাকিস্তান, পাঁচ ট্রিলিয়ন ডলারের ক্ষতির সন্মুখিন ভিখারি দেশ পাকিস্তান ! বাংলা খবর


২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা দ্বারা পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ার স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর বায়ুসীমা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। আর তাঁর কারণে পাকিস্তান এখন পাঁচ ট্রিলিয়ন ডলারের ক্ষতির সন্মুখিন। শুক্রবার একটি মিডিয়া রিপোর্টে এই তথ্য সামনে আসে। ভারতীয় বায়ুসেনার এই পদক্ষেপ, জম্মু কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন জইশ – এ – মোহম্মদ এর আত্মঘাতী হামলার পর নেওয়া হয়েছিল।
গত সোমবার ভারত আর পাকিস্তানের মধ্যে সামান্য হাওয়াই যাতায়াত শুরু হয়। তবে পাকিস্তান তাঁদের বায়ুসীমা খোলার জন্য ভারতের কাছে একটি শর্ত রেখেছিল। সেই শর্ত হল, ভারত তাঁদের যুদ্ধ বিমান তাঁদের এয়ারবেস থেকে সরালেই পাকিস্তান তাঁদের বায়ুসীমা খুলবে। কিন্তু ভারত সেই শর্তে রাজি না হওয়ার পরেও পাকিস্তান তাঁদের বায়ুসীমা খুলতে বাধ্য হয়।  বাংলা খবর পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এর পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করে পাকিস্তানের বিমান মন্ত্রী গুলাম সরবর খান বলেন, পাকিস্তান বায়ুসীমা বন্ধ রাখের কারণে দেশে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
পাকিস্তানের ডন পত্রিকা অনুযায়ী বিমান মন্ত্রী বলেন, ‘ এটা আমদের দেশের জন্য বড়সড় ক্ষতি। কিন্তু এই নিষেধাজ্ঞায় পাকিস্তানের থেকেও ভারতের বেশি ক্ষতি হয়েছে। ভারতের দ্বিগুণ ক্ষতি হয়েছে।” তবে রিপোর্ট অনুযায়ী, পাক বায়ুসীমা বন্ধ থাকার জন্য ভারতের ৫৪৮ কোটি টাকার লোকসান হয়েছে, যেটা পাকিস্তানের থেকে অনেক গুন কম।

If You Enjoyed This, Share this article with your Friends

New Blogger Widget

0 comments:

Post a Comment