Advertise 970x90

Thursday, 25 July 2019

// // Leave a Comment

আমেরিকা থেকে দেশে ফিরে ইমরান বলল, ‘মনে হচ্ছে বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরলাম” ajker rashifal bangla

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার আমেরিকার সফর সম্পূর্ণ করে দেশে ফিরে এসেছেন। উনি দেশে ফেরা মাত্রই ওনার সমর্থকেরা বিমানবন্দরে ওনাকে জোরদার স্বাগত জানায়। পাক প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকার সাথে সম্পর্ক ঠিক করতে এই সপ্তাহে তিন দিনের সফরে আমেরিকা গেছিলেন। ajker rashifal bangla আমেরিকা সফরে গিয়ে উনি সোমবার হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে চর্চা করেন। ইমরান খান আমেরিকার বিদেশ মন্ত্রীর মাইক পম্পিও-র সাথে সাক্ষাৎ করেন।
ইমরান খান আজ সকালে কাতার এয়ারলাইন্সের বিমানে করে পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। সেখানে ওনার সমর্থকেরা ওনাকে নিয়ে চরম উৎসাহ দেখায়। ইমরান নিজের সমর্থকদের উল্লাস দেখে আবেগপ্লুত হয়ে বলেন, ‘আমার এখন মনে হচ্ছে যে, আমি অফিসিয়ালি সফরের জন্য না বিদেশে যাইনি, আমার মনে হচ্ছে আমি বিশ্বকাপ জিতে ঘরে এলাম।” প্রসঙ্গত আজকের দিনেই এক বছর আগে ইমরান খান পাকিস্তানের নির্বাচনে জয় হাসিল করেছিলেন।


If You Enjoyed This, Share this article with your Friends

New Blogger Widget

0 comments:

Post a Comment