Advertise 970x90

Wednesday, 25 September 2019

// // Leave a Comment

অলিম্পিকে পদক জয়ী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় যোগ দিচ্ছেন বিজেপিতে

অলিম্পিকে পদক বিজেতা খেলোয়াড় ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya Janata Party) যোগ দিতে চলেছেন। এবং আগামী মাসে হওয়া হরিয়ানা বিধানসভার নির্বাচনে বিজেপির প্রার্থীও হতে পারেন তিনি। খবর পাওয়া যাচ্ছে যে, অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিবীর যোগেশ্বর দত্ত (Yogeshwar Dutt) বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন।

বুধবার বিজেপির সুত্র জানায়, ২০১২ সালে কুস্তিতে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী যোগেশ্বর দত্ত গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটের দাবীদার ছিলেন। কিন্তু এবার তিনি হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়তে চলেছেন। দলের রাজ্য নেতারা ওনার নাম বিধানসভার প্রার্থী হিসেবে বাছাই করেছেন বলে জানা যায়।

হরিয়ানার বাসিন্দা কুস্তিবীর বুধবার রাজ্য বিজেপির সভাপতি সুভাষ বরালার সাথে সাক্ষাৎ করেন। আর তিনি এও জানান যে, তিনি হরিয়ানা পুলিশ থেকে ইস্তফা দিয়েছেন। যোগেশ্বর দত্ত ২০১৪ সালে রাষ্ট্র মণ্ডল খেলায় স্বর্ণ পদক হাসিল করেছিলেন। এবং ২০১৩ সালে ওনাকে পদ্মশ্রী সন্মানে সন্মানিত করা হয়েছিল। সুত্র অনুযায়ী, হরিয়ানার সোনিপথ লোকসভা কেন্দ্রের যেকোন একটি বিধানসভা এলাকা থেকে ওনাকে বিধানসভার টিকিট দেওয়া হতে পারে। যোগেশ্বর দত্ত হরিয়ানার সোনিপথ জেলার বাসিন্দা।

আরেকদিকে হরিয়ানায় কংগ্রেস আরও একটি বড়সড় ঝটকা খেলো। হরিয়ানা থেকে কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা কৈলাস সৈনি বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বরালার উপস্থিতিতে হরিয়ানা ভবনে বিজেপিতে যোগ দেন। আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর তাঁর আগে কংগ্রেসের প্রাক্তন সাংসদের দল ত্যাগ গোটা দলকে ভাবাচ্ছে।

ajkal patrika
If You Enjoyed This, Share this article with your Friends

New Blogger Widget

0 comments:

Post a Comment