Advertise 970x90

Saturday, 14 March 2020

// // Leave a Comment

করোনাভাইরাস (coronavirus) আতঙ্কে পিছোতে পারে পুরভোট, বৈঠকের পর নেওয়া হবে সিদ্ধান্ত

শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে করোনাভাইরাস (coronavirus) নিয়ে রাজ্যের সকল মানুষকে সচেতন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধহায়। “হাত মেলানোর প্রয়োজন নেই, শুভেচ্ছা বিনিময়ে নমস্কার করুন”। এই সময় মন দিয়ে না ভেবে মাথা দিয়ে ভাবা উচিত নিজেকে বাচাতে আর সুস্থ থাকার জন্য যা করা দরকার তাই তাই করা উচিত। তিনি আরো বলেন “সব মশা কামড়ালেই ডেঙ্গু হয় না।
যেমন সব মাছ ইলিশ নয়, তেমন সমস্ত সর্দি-কাশিই করোনাভাইরাসের সংক্রমণ নয়”।সামনেই পুরভট আর বাংলা নিজের দখলে করতে মরিয়া মা, মাটি, মানুশ। আর এই দলে আবার নাম লিখিয়েছে বিজেপিও। বিজেপিও কম যাচ্ছে না সেও সমান তালে টক্কর দিচ্ছে মমতাকে। কিন্তু এই করোনা আতঙ্কে কার্যত পিছোতে পারে ভোটের মিটিং , মিছিল। ইতিমধ্যেই এই ভাইরাস অতিমারির আকার ধারন করেছে। করোনা আতঙ্কের জেরে সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা যাচ্ছে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের স্কুল কলেজ এবং মাদ্রাসা-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও বাতিল হচ্ছে না উচ্চমাধ্যমিকের কোনো পরীক্ষাই।পাশাপাশি, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ খড়গপুর IIT। নির্দেশিকা মেনে ইতিমধ্যেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে পড়ুয়ারা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস এবং পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই পড়ুয়াদেরও হোস্টেল ছাড়তে বলা হয়েছে।চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে বলে মনে করা হচ্ছিল। আর এই জন্য সোমবার পুরভোটের জন্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। আর এই আলোচনায় যোগ  দেবেন সব দলের ২ জন প্রতিনিধি। তারপরেই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বাংলাহান্ট ডেস্কঃ মারণরোগ করোনা ভাইরাসের (Corona Vairas) প্রকোপ থেকে ভারতীয়দের (Inida) রক্ষা করার জন্য ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ভারত সরকারের এই পদক্ষেপে বাইরের বিভিন্ন দেশ তাকে স্বাগত জানিয়েছে। করোনার প্রতিরোধের জন্য বিভিন্ন দেশ আবার ভারত থেকে সাহায্যও চাইছে। এই পরিস্থতিতে মালদ্বীপ (Maldives) ভারতের কাছ থেকে সাহায্য চাওয়ার সাথে সাথেই, ভারত তাঁদেরকে সাহায্য করবার সিদ্ধান্ত নেয়।


করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য ডাক্তার এবং প্যারামেডিক্যাল সদস্যদের নিয়ে ১৪ জনের একটি দল মালদ্বীপে পাঠায়। মালদ্বীপের সরকার ভারতের কাছে চিকিৎসা বিষয়ক সহায়তা চেয়েছিল। তাই ভারত থেকে তাঁদেরকে পাঠানো হয়। এই ১৪ জনের টিম এখন কিছুদিন মালদ্বীপে থেকে সেখানকার মানুষজনের চিকিৎসা করবে।
এয়ারফোর্স এবং নৌবাহিনি থেকে এই টিম প্রস্তুত করে মালদ্বীপে পাঠানো হয়েছে। এরা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মালদ্বীপের সহায়তা করবে। করোনা ভাইরাস যেভাবে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে, সেভাবেই প্রতিটি দেশ এই রোগের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু সমস্যা হচ্ছে এই রোগ প্রতিরোধের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় দ্রব্য না থাকার দরুন, এখন বাইরের দেশগুলো ভারত থেকে সাহায্য চাইছে। এমনকি ইজরায়েল (Israel), ইটালি (Italy), ভুটান (Bhutan) এবং ইরানও (Iran) এই ব্যাপারে ভারতের থেকে সাহায্য চেয়েছে।

এই মারণরোগের ফলে সমগ্র বিশ্বের সংযোগ ব্যবস্থা ভীষণ ভাবে প্রভাবিত হয়েছে। যার ফলে রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় দ্রব্য এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতেও বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এখন বেশ কিছু চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভারতের কাছ থেকে সাহায্যপ্রার্থী হয়েছে। আর এই দেশগুলোকে সাহায্য করার জন্য ভারতও যথাযথ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মালদ্বীপ সাহায্য চাওয়ার সাথে সাথেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁদের সাহায্য করতে শুরু করে দিয়েছে। তেমনই ইজরায়েলের প্রধানমন্ত্রী ভারতের কাছে সাহায্য চাইলে, ভারতও তাঁদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। এর আগে ভারত চীনকেও (Chaina) এই বিষয়ে সাহায্য করেছিল।


from India Rag https://ift.tt/2Wajc2V
Read More

Saturday, 22 February 2020

// // Leave a Comment

jibika dishari

https://theindia1000.news.blog/2020/02/09/sachin-tendulkars-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain-visit-in-2014/
https://theindia1999.blogspot.com/2020/02/sachin-tendulkars-advice-aided-virat.html
https://theindia1000.wixsite.com/website/post/sachin-tendulkar-s-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain-visit-in-2014
https://theindia1000.weebly.com/blog/sachin-tendulkars-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain-visit-in-2014
https://theindia100.tumblr.com/post/190729178427/sachin-tendulkars-advice-aided-virat-kohli
https://theindia1000.livejournal.com/885.html
http://theindia1000.mystrikingly.com/blog/sachin-tendulkar-s-advice-aided-virat-kohli-significantly-after-horrible
https://kolkata.storeboard.com/blogs/sports-and-fitness/sachin-tendulkars-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain-visit-in-2014/1852213
http://theindia1000.bravesites.com/
https://v4.simplesite.com/#/pages/444758206?editmode=true#anchor444758206
http://the-india-1000.jigsy.com/#builder
https://theindia1000.webnode.com/l/sachin-tendulkars-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain-visit-in-2014/
https://theindia.my.cam/#
https://www.vingle.net/posts/2762267
https://www.diigo.com/item/note/7abnh/oq0r?k=68e6f2f36950fe047f2fecd035f4f326
https://telegra.ph/Sachin-Tendulkars-Advice-Aided-Virat-Kohli-Significantly-After-Horrible-Britain-Visit-In-2014-02-09
https://www.evernote.com/shard/s316/sh/21e87395-bee8-45ec-873d-e2ab8f3067d3/987e554f6f8a485b9745605ad55002fd
https://topsitenet.com/article/291031-sachin-tendulkars-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain/
https://sites.google.com/view/theindia1001/home?authuser=1
https://uberant.com/article/693757-sachin-tendulkars-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain/
https://www.bloglovin.com/@theindia1000/sachin-tendulkars-advice-aided-virat-kohli
https://www.pr5-articles.com/Articles-of-2019/sachin-tendulkars-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain
https://theindia1000.voog.com/blog/sachin-tendulkar-s-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain-visit-in-2014
https://theindia1000.yolasite.com/
https://nimb.ws/gtxSU3
http://www.theindia1000.viamagus.com/
https://penzu.com/p/264cbee2
http://theindia1000.simpsite.nl/
http://theindia1000.moonfruit.com/home/4594842004?preview=Y
https://theindia1000.news.blog/2020/02/09/sachin-tendulkars-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain-visit-in-2014-2/
https://theindia1000.doodlekit.com/blog/entry/7187727/sachin-tendulkars-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain-visit-in-2014
http://sites.simbla.com/085a8b46-d75c-3f97-c2fc-4c33e99592bd/Aboutus
https://5e37cffaf3148.site123.me/blog/sachin-tendulkar-s-advice-aided-virat-kohli-significantly-after-horrible-britain-visit-in-2014
https://theindia1000.bookmark.com/theindia1000
http://www.pageorama.com/?p=theindia1001
http://mehfeel.net/mehfeel/blogs/post/176323


from India Rag https://ift.tt/38RuI6K
Read More
// // Leave a Comment

karmasangsthan

Read More
// // Leave a Comment

karmasangsthan

Read More
// // Leave a Comment

karmakshetra

Read More

Monday, 27 January 2020

// // Leave a Comment

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

তৃণমূল নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) একজন পাকিস্তানপ্রেমী- এই অভিযোগ বহুবার উঠিয়েছে বিজেপি সমর্থকরা। ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তান নিয়ে মন্তব্যও বেশ চর্চায় এসেছিল। ebela আর এখন আরো একবার ফিরহাদ হাকিম দেশ বিরোধী টুইট করে পাকিস্তান সমর্থক তকমা পেয়েছেন। আসলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের সাথে ভারতের এমন ছবি প্রমোট করেছেন যা পুরো দেশকে লজ্জিত করেছে। আসলে ফিরহাদ হাকিম ভারতের মানচিত্র ও তার নিজের ছবি পোস্ট করেছেন যেখানে ভারতের ম্যাপ ভুল দেখানো হয়েছে।

ফিরহাদ হাকিমের সাথে ভারতের যে মানচিত্র রয়েছে তাতে POK ও অক্সাই চীনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন লক্ষণীয় বিষয় এই যে, ফিরহাদ হাকিম এখন একটা বড়ো পদে বসে রয়েছেন তথা প্রশাসনিক ক্ষমতায় রয়েছেন। এমন অবস্থায় এই ধরণের ছবি পোস্ট করে নিজের সাথে সাথে পুরো দেশকে লজ্জিত করেছেন।
ফিরহাদ হাকিম এর দ্বারা প্রকাশ করা ছবি আন্তর্জাতিক মিডিয়াতেও ভারতের মাথা হেট করবে কারণ উনি দেশের একটা আধিকারিক পদে রয়েছেন। এর আগেও ফিরহাদ হাকিম কলকাতার এক মুসলিম বহুল এলাকাকে মিনি পাকিস্তান বলেছিলেন। সেই সময় বিজেপি এটাকে মমতা ব্যানার্জীর সাম্প্রদায়িক এজেন্ডা বলেছিলেন।
https://platform.twitter.com/widgets.js
তবে তখন বিষয়টি দেশের অভ্যন্তরীণ বিষয় ছিল। কিন্তু এখন ফিরহাদ হাকিম যা করেছেন তা পুরো দেশকে চাপে ফেলেছে। কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের আধিকারিক হ্যান্ডেলে মমতা প্রকাশ করা ভারতীয় ম্যাপে POK ও অক্সাই চীনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার এই নিয়ে আপাতত সমালোচনা শুরু হয়ে গেছে। অনেকে বলেছেন এই রকম পাকিস্তান প্রেমী লোকজনকে এত বড়ো পদ দিয়ে মমতা ব্যানার্জী ভুল কাজ করেছেন, অনেকে আবার পুরো তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করেছেন।



from India Rag https://ift.tt/2tU8OAy
Read More
// // Leave a Comment

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

নোবেল পুরস্কার বিজয়ী (nobel laureates) অর্থশাস্ত্রী অভিজিৎ ব্যানার্জী (Abhijit Banerjee) অনুযায়ী, যদি উনি ভারতে থাকতেন তাহলে ওনার পক্ষে নোবেল পুরস্কার জয় করা সম্ভব হতনা। eisamay উনি বলেন, এমন না যে ভারতে প্রতিভার অভাব আছে, কিন্তু এখানে বিশেষ প্রণালীর দরকার। এই কথা উনি জয়পুর লিটারেচার ফেস্টিভালে বলেন।

উনি বলেন, MIT (Massachusetts Institute of Technology) তে পিএইচডি করা অনেক ছাত্র আছে। আমি অনেক কাজের শ্রেয় পেয়েছি, কিন্তু সেগুলো অন্যেরা করেছি। কোন এক ব্যাক্তির কাছে এটা হাসিল করে নেওয়া সম্ভব না।
দেশের রাজনৈতিক স্থিতি নিয়ে অভিজিৎ ব্যানার্জী বলেন, ভারতে একটি ভালো বিরোধী দলের দরকার। শাসকদলেরও একটি ভালো বিপক্ষের দরকার পড়ে। খারাপ আর্থিক অবস্থা নিয়ে অভিজিত ব্যানার্জী বলেন, আপাতত এটা মনে হচ্ছে না যে আমরা খুব শীঘ্রই এই সমস্যা থেকে উঠতে পাড়ব। এখনো সময় লাগবে। আর্থিক অবস্থার উন্নতির জন্য আসতে আসতে কোন একটি জিনিষে কাজ করতে হবে।

মুম্বাইতে জন্ম অভিজিৎ ব্যানার্জী কলকাতা বিশ্ববিদ্যালয় আর জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রাপ্ত করেছেন। উনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি উপাধি পেয়েছেন আর MIT এর প্রোফেসর তিনি। গত বছর অক্টোবর মাসে অভিজিৎ ব্যানার্জী, ওনার স্ত্রী এস্থার ডাফলো আর মাইকেল ক্রেমার সংযুক্ত ভাবে নোবেল পুরস্কার পান। তিন অর্থশাস্ত্রীকে বিশ্ব থেকে দারিদ্রতা খতম করার ওনাদের পরীক্ষামূলক পদ্ধতির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।



from India Rag https://ift.tt/3aIa6PP
Read More
// // Leave a Comment

৩৭০ অপসারণের পর কাশ্মীর ঘাঁটিতে এই প্রথমবার পালিত হলো প্রজাতন্ত্র দিবস! বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই করলেন অংশগ্রহণ

৭১ তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে পুরো দেশ। উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয়েছে প্রজাতন্ত্র দিবস। এই পর্বে কাশ্মীর উপত্যকার লোকেরাও 26 শে জানুয়ারী তিরঙ্গা উত্তোলন করেছেন। Karmasandhan যারা কাশ্মীরের লোকজনকে ভারত থেকে আলাদা রাখতে চাইতেন তাদের গালে সপাটে চড় পড়েছে। স্থানীয়রা এলওসির নিকটবর্তী কুপওয়ারা সহ অন্যান্য স্থানে সেনা কর্মীদের সাথে তিরঙ্গাটি উত্তোলন করেছে। এই সময় স্থানীয় লোকজন বাচ্চাদের মুখে হাসি দেখা মিলেছে।

শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে প্রজাতন্ত্র দিবস উদযাপনে অংশ নিয়েছিল। ভারতীয় সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাশ্মীরের মানুষজন দেশকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। জম্মু ও কাশ্মীর থেকে ধারা ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পরে উপত্যকায় এই প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে।
শনিবার এক সমাবেশ সভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পরে প্রথমবারের মতো কাশ্মীরে খোলামেলা মন এবং উদ্দীপনা নিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে। এই প্রজাতন্ত্র দিবসে বাচ্চারা ‘Jai hind’, ‘ I love my India’ ইত্যাদি নানা প্লে কার্ড নিয়ে প্রজাতন্ত্র দিবসে সামিল হয়েছিল।সকলের মুখে ছিল দেশপ্রেমমূলক শ্লোগান।

যে কাশ্মীরে এক সময় বাচ্চাদের হাতে পাথর ও মুখে ভারত বিরোধী শ্লোগান শোনা যেত সেই কাশ্মীরে অন্য ছবি দেখা মিললো। কাশ্মীরের প্রত্যেক প্রান্ত থেকে প্রজাতন্ত্র দিবসের যে ছবি সামনের এসেছে তা সকল দেশবাসীকে মনোমুগ্ধ করবে। অনেকে বলেছেন, এবার শুধু তাড়িয়ে দেওয়া কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনলেই কাশ্মীর আগের স্বর্গরূপ ফিরে পাবে।



from India Rag https://ift.tt/2NZe4cU
Read More
// // Leave a Comment

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা

জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর (Omar Abdullah) একটি নতুন ছবি সামনে এসেছে। বিখ্যাত সাংবাদিক রুবিকা লিয়াকত তার টুইটার হ্যান্ডেলে ওমর আবদুল্লাহর ছবি প্রকাশ করেছে। 24 ghanta live ছবিতে দেখা যাচ্ছে ওমর আবদুল্লাহ যেন আর আগের সেই ওমর আবদুল্লাহর নেই। উনার মুখ দাড়ি গোঁফে পরিপূর্ণ হয়ে গেছে। কাশ্মীরের লোকজনের মুখে পরিবেশগত কারণে একটা উজ্বলতা দেখা মিলে সেটাও কোথাও যেন হারিয়ে গেছে।

ছবিতে উনাকে হাসতে দেখা যাচ্ছে। ছবির উপর টুইটার থেকে ভিন্ন ভিন্ন পতিক্রিয়া সামনে এসেছে। ব্যবহারকারীরা বলেছেন যে ওমর আবদুল্লাহকে সরকার ভাল যত্ন নিয়েছে। আটক হওয়ার পরে গত বছর অক্টোবরে ন্যাশনাল কফি এর নেতার ছবি প্রকাশ পেয়েছিল, তাতে তাঁর চুল খুব ছোট ছিল এবং তার মুখে হালকা দাড়ি ছিল।
সোশ্যাল মিডিয়ায় থেকে ছবিটির উপর যে পতিক্রিয়া গুলি সামনে আসছে তা বেশ মজাদার। কেও বলেছেন, ‘কিয়া সে কিয়া হো গায়ে দেখতে দেখতে’, কেও আবার বলেছেন মোদী সরকার ভালো রকম ওষুধ দিয়েছে ওমর আবদুল্লাহকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বলেছেন “আমি ওমর আব্দুল্লাহকে চিনতে পারছি না, খুব খারাপ লাগছে, দুর্ভাগ্যবশত গণতান্ত্রিক দেশে এমন হচ্ছে, কখন এসব শেষ হবে?” মমতা ব্যানার্জী মূলত কেন্দ্রের মোদী সরকারকে আক্রমন করেই এই টুইট করেছেন।
https://platform.twitter.com/widgets.js
কেও বলেছেন এটা সেই ওমর আবদুল্লাহ যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে পাথর ছোড়ার জন্য উস্কানি দিত, স্কুলের ছেলে মেয়েকে উস্কানি দিত। উমর আবুদল্লাহ ছবি দেখে অনেকে আবার মোদী সরকারের উপর আক্রোশও প্রকাশ করেছে। অনেকে বলেছেন এইভাবে বিরোধীদের দমিয়ে রাখা যাবে না। আপাতত ছবিটি জমিয়ে ভাইরাল হচ্ছে এবং দেশের মানুষজন তার উপর মন্তব্য পেশ করছেন।



from India Rag https://ift.tt/2t09ZxN
Read More
// // Leave a Comment

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে (Chandrashekhar Azad) হায়দরাবাদে গ্রেফতার করে নেওয়া হয়েছে। অনুমতি ছাড়াই CAA এবং এনআরসির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য রবিবার তেলেঙ্গানা পুলিশ চন্দ্রশেখরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। Sangbad Pratidin হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছে, চন্দ্রশেখর আজাদ এর নেতৃত্বে বিনা অনুমতিতেই লঙ্গড় হাউস থানার সীমানায় বিরোধ প্রদর্শন চলছিল। যার জন্য হায়দ্রাবাদ পুলিশ পদক্ষেপ নিয়ে চন্দ্রশেখর আজাদকে পুলিশি হেফাজতে নেয়। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, ভীম আর্মি প্রধান আদালত থেকে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাইরে আছেন। এর আগে বুধবার চন্দ্রশেখরও দিল্লির শাহীনবাগে চলমান আন্দোলনে পৌঁছেছিলেন। তিনি সেখানে বিক্ষোভকারীদের উদ্যেশে উস্কানি মূলক ভাষণ দেন।

তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ায়ও গিয়েছিলেন, যেখানে CAA নিয়ে ব্যাপক উপদ্রব হয়েছিল এবং সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হয়েছিল। ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে জামে মসজিদের নিকটে CAA এর বিরুদ্ধে আজাদ উস্কানি মূলক মন্তব্য করেছিলেন। জামা মসজিদের সামনে আজাদ যে ভাষণ দিয়েছিলেন তার জন্য উনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দাঙ্গা উস্কে দেওয়ার, সরকারি কাজে বাধা দেওয়ার ও জনগণকে উস্কে দেওয়ার অভিযোগে পুলিশ চন্দ্রশেখরকে গ্রেপ্তার করেছিল। পরে তিস হাজারী আদালত বিভিন্ন শর্তে চন্দ্রশেখরের জামিন মঞ্জুর করেছিল। জানিয়ে দি, একটা বড়ো ষড়যন্ত্রের মাধ্যমে ভারত ভাঙার পরিকল্পনা চলছে বলে দাবি করা হয়েছে। শাহীন বাগ প্রদর্শনের মাস্টার মাইন্ড সারজিল ইমাম নিজের ভাষণেই সমস্থ ষড়যন্ত্র উগরে ফেলেছে।
সারজিল ইমাম তার ভাষণে এই বিরোধিতার মূল উদেশ্য ও পরবর্তী টার্গেট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। JNU থেকে এতদিন শুধুমাত্র ‘ভারত তেরে টুকরে হঙ্গে’ শ্লোগান শোনা যেত। তবে JNU এর ছাত্র সারজিল ইমাম ভারতকে ভাঙার পুরো পরিকল্পনা করে ফেলেছে তা সে নিজের মুখেই প্রকাশ করেছে। সারজিল ইমাম ভিড়ের সামনে বলেছে ‘আমরা উত্তর-পূর্ব কে ভারত থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে পারি। সম্পূর্ণভাবে না পারলেও আমরা কিছুদিনের জন্য আলাদা তো করতেই পারি। আসাম কে আলাদা করা আমাদের দায়িত্ব।’ ৫ লক্ষ মুসলিমদের CAA এর বিরোধিতার নামে একজোট হয়ে আসামকে ভারত থেকে আলাদা করার ষড়যন্ত্র করেছে এই কট্টরপন্থী।



from India Rag https://ift.tt/36v5Xv1
Read More
// // Leave a Comment

সারজিল ইমামকে গ্রেফতার করতে দিল্লী পৌঁছে গেল যোগী পুলিশের দুটি টিম! ভারত ভাঙার স্বপ্ন দেখেছিল JNU ছাত্র

দেশজুড়ে NRC বা CAA নিয়ে যে বিরোধ চলছে তার পেছনে মূল একটা এজেন্ট প্রকাশ পেয়েছে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা ফ্যাসাদ করিয়ে উত্তরপূর্ব ভারতকে ভারত দেশ থেকে আলাদা করার একটা বড়ো ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে। ABP Ananada NRC,CAA এর বিরুদ্ধে বিরোধের সময় প্রদর্শণকারীদের হাতে জাতীয় পতাকা, মুখে জাতীয় সঙ্গীত দেখা গেছে ঠিকই। তবে শাহীন বাগ প্রদর্শনের মাস্টার মাইন্ড সারজিল ইমাম নিজের ভাষণেই সমস্থ ষড়যন্ত্র উগরে ফেলেছে। সারজিল ইমাম তার ভাষণে এই বিরোধিতার মূল উদেশ্য ও পরবর্তী টার্গেট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

JNU থেকে এতদিন শুধুমাত্র ‘ভারত তেরে টুকরে হঙ্গে’ শ্লোগান শোনা যেত। তবে JNU এর ছাত্র সারজিল ইমাম ভারতকে ভাঙার পুরো পরিকল্পনা করে ফেলেছে তা সে নিজের মুখেই প্রকাশ করেছে। সারজিল ইমাম ভিড়ের সামনে বলেছে ‘আমরা উত্তর-পূর্ব কে ভারত থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে পারি। সম্পূর্ণভাবে না পারলেও আমরা কিছুদিনের জন্য আলাদা তো করতেই পারি। আসাম কে আলাদা করা আমাদের দায়িত্ব।’ এখন তিন রাজ্যের পুলিশ সারজিল ইমামকে গ্রেফতার করার তাগিদে মাঠে নেমে পড়েছে। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও একশন মুডে দেখা যাচ্ছে।
সারজিল ইমামকে গ্রেফতার করার জন্য যোগী সরকারও তার শক্তি প্রয়োগ করতে শুরু করেছে। UP পুলিশের দুটি টিম দিল্লী পৌঁছে গেছে। ইমামের এর সন্ধানে যোগী পুলিশ তল্লাশি শুরু করেছে। ইমামকে খুঁজে পেলেই যোগী পুলিশ তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশে নিয়ে যাবে। ভারত ভাঙার জন্য JNU ছাত্র যে স্বপ্ন দেখেছিল তার উপরেই ওষুধ প্ৰয়োগ করবে যোগী পুলিশ।

সারজিল ইমাম ভিড়কে উস্কানি দিয়ে বলেছিল আমরা ৫ লক্ষ লোক একত্র করতে পারলেই আসামকে একেবারের জন্য ভারত থেকে আলাদা করে দেব। যদি একেবারে জন্য না হয় তবে কিছুদিনের জন্য তো করবোই। সারজিল ইমাম এর সেই ভাষণ ভাইরাল হয়ে পড়ে। যার পর থেকে তিন রাজ্যের পুলিশ সারজিল ইমামকে গ্রেফতারের কাজে নেমে পড়েছে। আর এখন UP পুলিশও দিল্লীতে এসে তল্লাশি শুরু করেছে।



from India Rag https://ift.tt/2RXCbd4
Read More
// // Leave a Comment

আমরা সুপ্রিম কোর্টকে মানি না, আফজল গুরু নির্দোষ ছিল: CAA এর বিরোধিতা করতে গিয়ে বললেন মহিলা

CAA ও NRC নিয়ে দেশজুড়ে যে বিতর্ক চলছে তা থামার নাম নিচ্ছে না। একের পর এক ভিডিও সামনে আসছে যেখানে CAA ও NRC এর বিরোধের আসল উদেশ্য প্রকাশ পাচ্ছে। Bartaman Patrika এই বিরোধের পেছনে পপুলার ফ্রন্টের হাত রয়েছে তা আগেই ফাঁস হয়েছে। শাহীন বাগে CAA/NRC এর বিরুদ্ধে যে প্রদর্শন দেখা মিলেছে তাতে টাকার বিনিময়ে মহিলাদের বসানো হয়েছিল বলে দাবি উঠেছে। মাথা পিছু ৫০০ টাকার বিনিময়ে মুসলিম মহিলারা বিরোধ প্রদর্শন দেখিয়েছেন বলে খবর মিলেছে। এখন এক CAA নামে প্রদর্শনকারী যুবতী তার ভাষণে এমন কথা বলেছে যা পুরো দেশকে আক্রোশিত করেছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক যুবতী সুপ্রিম কোর্টকে না মানার কথা বলেছে।
https://platform.twitter.com/widgets.js
মঞ্চ থেকে দাঁড়িয়ে CAA এর বিরোধিতা করা কালীন মুসলিম যুবতী বলেছেন যে তার সুপ্রিম কোর্টের উপর কোনো ভরসা নেই। সে আরো বলেছে যে, ” আমরা CAA /NRCএর জন্য রাস্তায় নেমেছি তবে আরো অনেক কারণ আছে। আমরা কোনো কিছুর উপর ভরসা করতে পারছি না। আমরা সরকারের উপর ভরসা করি না, আমার সুপ্রিম কোর্ট এর উপর ভরসা করি না।”
মুসলিম যুবতী আরো বলেছে যে, এটা সেই সুপ্রিম কোর্ট যে নির্দোষ আফজল গুরুকে ফাঁসির সাজা দিয়েছে। এটা সেই সুপ্রিম কোর্ট যে রামজন্মভূমির তৈরির নির্দেশ দিয়েছে। আমরা সুপ্রিম কোর্টের কাছে থেকে কোনো আশা রাখি না। এর আগে JNU ছাত্র ও শাহীন বাগ মাস্টার মাইন্ড সারজিল ইমাম তার ভাষণে এই বিরোধিতার মূল উদেশ্য ও পরবর্তী টার্গেট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। JNU থেকে এতদিন শুধুমাত্র ‘ভারত তেরে টুকরে হঙ্গে’ শ্লোগান শোনা যেত। তবে JNU এর ছাত্র সারজিল ইমাম ভারতকে ভাঙার পুরো পরিকল্পনা করে ফেলেছে তা সে নিজের মুখেই প্রকাশ করেছে।
https://platform.twitter.com/widgets.js


সারজিল ইমাম ভিড়ের সামনে বলেছে ‘আমরা উত্তর-পূর্ব কে ভারত থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে পারি। সম্পূর্ণভাবে না পারলেও আমরা কিছুদিনের জন্য আলাদা তো করতেই পারি। আসাম কে আলাদা করা আমাদের দায়িত্ব।’ সারজিল ইমাম আরো বলেছে যে, আসাম ও ভারতকে আলাদা করতে 


from India Rag https://ift.tt/318kRGN
Read More

Sunday, 26 January 2020

// // Leave a Comment

মৃত্যুর সাজা পাওয়া দোষীদের সাতদিনে ফাঁসি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করল কেন্দ্র সরকার

কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে যে, মৃত্যুর সাজা পাওয়া দোষীদের যেন সাতদিনে ফাঁসি দেওয়া হয়। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছে। India News ২০১২ এর নির্ভয়া গণধর্ষণ এবং হত্যা মামলার দোষী দ্বারা পুনর্বিচার আবেদন, সংশোধন আবেদন এবং প্রাণ ভিক্ষার আবেদন দায়ের করার কারণে মৃত্যুর সাজায় অনেক দেরী হয়, আর এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের এই আবেদন অনেক গুরুত্বপূর্ণ বলেই ধরা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রক এই আবেদনে আদালতের কাছে অনুরোধ করেছে যে, মৃত্যুর সাজা পাওয়া দোষীদের পুনর্বিচার আবেদন খারিজ হওয়ার পর সংশোধন আবেদন দাখিল করার সময় সীমা যেন বেঁধে দেওয়া হয়। মন্ত্রালয় এই দেওয়ারও অনুরোধ করেছে যে, যদি মৃত্যুর সাজা পাওয়া দোষী প্রাণ ভিক্ষার আবেদন দাখিল করতে চায় তাহলে তাঁর জন্য ফাঁসির ওয়ারেন্ট জারি করার সাত দিনের মধ্যে আবেদন যেন দাখিল করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রক শীর্ষ আদালতে জানায় সমস্ত সক্ষম আদালত, রাজ্য সরকার আর জেল প্রশাসনকে এটা অনিবার্য করতে হবে যে দয়ার আবেদন অস্বীকার করার আট দিনের মধ্যে যেন সাজার ওয়ারেন্ট জারি করা হয়ে, আর সাথী দোষীর পুনর্বিচার আবেদন, সংশোধন আবেদন আর দয়া আবেদনের কারণে যেন এই প্রসেস না আটকায়।

শীর্ষ আদালত নির্ভয়া মামলায় মৃত্যুর সাজা পাওয়া এক দোষী পবনের নতুন আবেদন ২০ জানুয়ারি খারিজ করে দেয়। ওই আবেদনে দোষী দাবি করেছে যে, অপরাধের সময় সে নাবালক ছিল। দিল্লী আদালত সম্প্রতি এই মামলায় দোষী বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং, মুকেশ সিং আর পবনকে ১লা ফেব্রুয়ারি ফাঁসিকাঠে ঝোলানোর নির্দেশ দিয়েছে।



from India Rag https://ift.tt/3aJM32L
Read More
// // Leave a Comment

ট্যুইট করে নেতাজি সুভাষ বসুকে নিয়ে এক অজানা তথ্য সামনে আনলেন প্রধানমন্ত্রী মোদী

সুভাষ চন্দ্র বসু (Subhash Chandra Bose) এর আজ ১২৩ তম জন্ম জয়ন্তী। bangla khobor আর আজকের এই শুভ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ভারতীয় সাথিদের উন্নতি আর ভালোর জন্য সর্বদা এগিয়ে থাকা নেতাজি’কে এই দেশ চিরকাল মনে রাখবে। নরেন্দ্র মোদী ট্যুইট করে ১.৫৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে স্বাধীনতা সংগ্রামে নেতাজির যোগদানের ব্যাপারে বলেন, আর দেশে স্বাধীনতায় ওনার বলিদান স্মরণ করেন।
https://platform.twitter.com/widgets.js
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত। নেতাজি সুভাষ চন্দ্র বসুর বীরত্ব আর উপনিবেশবাদের বিরোধিতায় ওনার যোগদান সবসময় মনে থাকবে। উনি ভারতীয়দের উন্নতি আর ভালোর জন্য সর্বদা এগিয়ে থাকতেন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষ বসুর পিতা জানকিনাথ বসু দ্বারা ওনার জন্মের সময় লেখা একটি চিঠির কথা উল্লেখ করে ট্যুইট করেন। ট্যুইটের ক্যাপশনে উনি লেখেন, ‘২৩ জানুয়ারি ১৮৯৭, জানকিনাথ বসু নিজের ডায়রিতে লিখেহচিলেন, ‘মধ্যরাতে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।” আর সেই ছেলে একজন বাহাদুর স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠলেন। উনি নিজের জীবন মহান ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সমর্পিত করে দেন। আমি নেতাজি সুভাষ বসুর কথা বলছি, ওনাকে আজ ওনার জন্ম জয়ন্তীতে গর্বের সাথে স্মরণ করছি।”



from India Rag https://ift.tt/2sYZbjD
Read More
// // Leave a Comment

কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানকে সপাটে চর আমেরিকার, USA জানালো পাকিস্তানকে বিশ্বাস করা কঠিন!


আমেরিকা আরও একবার জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের তরফদারি করল। bangla khobor আমেরিকার একটি কংগ্রেশনাল রিপোর্টে বলা হয়েছে যে, পাকিস্তানি নেতৃত্বদের কাছে জম্মু কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেওয়ার বিকল্প সীমিত। অনেক বিশ্লেষকের মতে, ইসলামাবাদের সাথে জঙ্গি সংগঠন গুলোর গোপন সম্পর্ক থাকার কারণে এই ইস্যুতে পাকিস্তানের বিশ্বসনীয়তা অনেক কম।

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (CRS) ছয় মাসেরও কম সময়ে কাশ্মীর নিয়ে তাঁদের দ্বিতীয় রিপোর্টে জানায়, সম্প্রতি বছর গুলোতে সেনা অভিযানের মাধ্যমে পরিস্থিতি বদল করার ক্ষমতা কমেছে পাকিস্তানের, আর এর মানে হল পাকিস্তান এখন শুধু কূটনৈতিকের উপরেই ভরসা করতে পারে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস আমেরিকা কংগ্রেসের স্বাধীন তদন্তকারী সংগঠন, যেটা আমেরিকার সাংসদদের নিয়ে রিপোর্ট তৈরি করে।
CRS ১৩ জানুয়ারির ওই রিপোর্টে জানায় যে, পাঁচ আগস্টের পর থেকে পাকিস্তান কূটনৈতিক দিক থেকেও পিছিয়ে গেছে। শুধুমাত্র তুর্কি তাঁদের সমর্থন করেছে। আপনাদের জানিয়ে রাখি, পাঁচই আগস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে কেন্দ্র শাসিত রাজ্যের দরজা দেওয়ার পর পাকিস্তান আর ভারতের সম্পর্কে আরও বেশি চির ধরেছে।

পাকিস্তান এই ইস্যুতে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জোটানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তাঁরা বারবার ব্যর্থ হয়েছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই পদক্ষেপ সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ মামলা। CRS জানিয়েছে, অনেক বিশেষজ্ঞ অনুযায়ী, কাশ্মীর নিয়ে জঙ্গি সংগঠন গুলোকে লুকিয়ে লুকিয়ে সমর্থন করার পাকিস্তানের ইতিহাস দেখার পরেই তাঁদের উপর বিশ্বাস অনেক কমে গেছে।


from India Rag https://ift.tt/2RPjBEa
Read More
// // Leave a Comment

মা ভারতীর সুপুত্র ও রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয়রা যুগ যুগ ধরে মনে রাখবে: যোগী আদিত্যনাথ

২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মানুষ তাদের আবেগ প্রকাশ করছেন। bangla khobor দেশজুড়ে স্কুল, কলেজে একদিকে পালিত হচ্ছে সুভাচন্দ্র বসুর জন্মজয়ন্তী। অন্যদিকে দেশের বড়ো বড়ো নেতা মন্ত্রীরাও নেতাজিকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে শুরু করেছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই নেতাজী কেন্দ্রিক একটা ভিডিও প্রকাশ করে। প্রধানমন্ত্রী লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের জন্য ভারতীয়রা চিরকাল ঋণী হয়ে থাকবে। তিনি ভারতীয়দের উন্নতির জন্য বড়ো সংগ্রাম করেছিলেন।

প্রধানমন্ত্রীর ছাড়াও দেশের অন্যান্য সমস্থ নেতারা রাজনৈতিক দল নির্বিশেষে সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানিয়েছেন ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে লিখেছেন, অসংখ্য যুবকদের প্রেরণাপুঞ্জ তথা মা ভারতীর সুপুত্র, মহান স্বাধীনতা সংগ্রামী, আজাদ হিন্দ ফৌজের মহানায়ক ও রাষ্ট্র্বনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে উনাকে জানাই কোটি কোটি প্রণাম।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরো লিখেছেন যে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণে রাখবেন এবং যুগ যুগ ধরে উনি ভারতীয়দের প্রেরণা দেবেন। প্রসঙ্গত জানিয়ে দি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। উনাকে বিশ্বের অনেক দেশ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মান্যতাও দিয়েছিলেন। যদিও বর্তমানে ভারতের ইতিহাস থেকে সমস্থকিছুকে মুছে ফেলা হয়েছে।

জনেতাজি শুধু ভারতের নেতা ছিলেন না। সুভাষ চন্দ্র বসু পুরো দক্ষিণ এশিয়ার প্রধান নেতা হিসেবে দাঁড়িয়েছিলেন। তখনকার দিনে হিটলার সহ সব বড়ো নেতাদের ৬ থেকে ৭ জন করে বহুরূপী থাকতো। কিন্তু নেতাজির ছিল ১৬ জন বহুরূপী। যারা ছিলেন প্রায় নেতাজির মতোই দেখতে। নেতাজি যদি একদেশ থেকে অন্য দেশে যেতেন, তাহলে তার আগে ওই রাস্তায় বহুবার টেস্ট করে দেখা হতো যে পথ নিরাপদ কিনা। কারণ নেতাজি তখনকার দিনে পুরো দক্ষিণ এশিয়াকে মুক্তির জন্য কাজ করেছেন।



from India Rag https://ift.tt/36ruOjp
Read More
// // Leave a Comment

সাত সমুদ্র পার করে পোঁছাল মোদীর উজ্বলা যোজনা, বিদেশের সাথে চুক্তি করল বিশ্ব নেতা ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের (Modi Sarkar) মহত্বকাঙ্খি উজ্বলা যোজনার (Ujjwala Yojana) আওয়াজ এবার আফ্রিকা মহাদেশের ঘানাতেও পৌঁছে গেছে। ঘানা নিজেদের ন্যশানাল এলপিজী প্রোমোশন পলিসিকে প্রভাবি ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের প্রজুক্তির সাহায্য চেয়েছে। দুই দেশের মধ্যে এটি নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

এই চুক্তি অন্তর্গত ভারত ঘানাকে এলপিজির সাথে জড়িত নীতিকে বাস্তবায়িত কোর্টে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। দিল্লীতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আর ঘানার হাই কমিশনার মাইকেল এরানের উপস্থিতিতে ইন্ডিয়ান অয়েল ঘানার ন্যাশানাল পেট্রোলিয়াম অথরিটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।
উল্লেখ্য, ঘানা দেখেছে যে ভারত উজ্বলা যোজনার মাধ্যমে একদিকে যেমন আর্থিক দিক থেকে কমজোর মানুষের কাছে দূষণ মুক্ত এলপিজি সিলেন্ডার উপলব্ধ করানোয় সফলতা অর্জন করেছে। আরেকদিকে, সামাজিক, আর্থিক এবং স্বাস্থের সাথে জড়িত অনেক সমস্যার সমাধান হয়েছে। আর এই কারণেই আফ্রিকার দেশ পেট্রোলিয়াম এবং গ্যাস ভিত্তিক বৃহত এবং ঐতিহ্যবাহী অর্থনীতির পরিবর্তে, নতুন শক্তি নেতা ভারতের কাছে সহায়তা চেয়েছে।

বিগত কিছু সময়ে ভারত গ্রামীণ এলাকা গুলোতে উজ্বলা আর শহরের এলাকা গুলোতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের বিস্তার করে যেভাবে ক্লিন ফুয়েলের দিকে দ্রুত গতিতে পদক্ষেপ নিয়েছে, তাঁর ফলে বিকাশশীল দেশ গুলোর সামনে ভারত এলপিজি আর পেট্রো টেকনোলোজির নতুন নেতা হয়ে উঠে এসেছে। আর এর ফল স্বরুপ ঘানার আগে রাশিয়ার মতো শক্তিধর দেশ গুলোতে পেট্রোলিয়াম সেক্টরে ভারতের তরফ থেকে করা বিনিয়োগ পরিকল্পনা গুলোকে দেখতে পাওয়া যাচ্ছে।




from India Rag https://ift.tt/38HoupG
Read More
// // Leave a Comment
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৩ তম জন্ম জয়ন্তী আজ গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে।bangla khobor আর এর মধ্যে বারাণসীর আজাদ হিন্দ মার্গে অবস্থিত সুভাষ ভবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি মন্দির বানানো হয়েছে। আর আজ এই মন্দিরের উদ্বোধন করা হয়েছে।

মন্দিরের মহন্ত একজন দলিত মহিলা হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের দিনই এই মন্দির সব মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। এই মন্দিরের উদ্বোধন আরএসএস এর বরিষ্ঠ প্রচারক ইন্দ্রেশ কুমার করবেন। রোজ সকালে আরতি করে, ভারত মাতার প্রার্থনা করে এই মন্দিরের গেট খুলে দেওয়া হবে, আর রাতে ভারত মায়ের প্রার্থনার সাথে সাথে মন্দিরের গেট বন্ধ করা হবে।
সুভাষ ভবনের বাইরের দিকে এই মন্দির বানানো হয়েছে। মন্দিরের উচ্চতা প্রায় ১১ ফুট, এই মন্দিরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিমা স্থাপন করা হয়েছে। মন্দিরের স্থাপনা করা বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রোফেসর ডঃ রাজীব জানান, লাল রঙ ক্রান্তির প্রতীক, সাদা শান্তি আর কালো শক্তির প্রতীক। ক্রান্তি থেকে শান্তির দিকে চলেই শক্তির পূজা করা যায়।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর মন্দির বানানোর পিছনে মানুষের মনে দেশপ্রেমের ভাবনাকে জাগ্রত করাই উদ্দেশ্য। এছাড়াও এই মন্দিরে নেতাজিকে নিয়ে অনেক তথ্য পাওয়া যাবে। আরএসএস এর তরফ থেকে জানানো হয় যে, এই মন্দিরের ফলে মানুষের মনে দেশ প্রেমের ভাবনা পৌঁছাবে।



from India Rag https://ift.tt/2Rwj6zX
Read More
// // Leave a Comment

মেডিক্যাল ট্যুরিজমে ব্যাপকহারে উন্নতি করছে ভারত! এ বছর মেডিক্যাল ভ্যালু ট্রাভেল পৌঁছে যাবে ৯ বিলিয়ন ডলারে

চিকিৎসা ব্যবস্থার জন্য ভারত দেশ প্রাচীনকাল থেকে বহু খ্যাতি অর্জন করেছে। Bangla Khobor আয়ুর্বেদিক, সার্জারি, প্লাস্টিক সার্জারির ক্ষেতে ভারতের তুলনায় কোনো দেশ দাঁড়াতে পারতো না। অবশ্য সেই সময় ভারত চিকিৎসা ও শিক্ষা এই দুটির জন্য কোনো অর্থ লাগতো না। বিগত কিছু দশকে পরাধীনতার কারণে ভারতের চিকিৎসা ব্যাবস্থা একেবারে তলানিতে পৌঁছে ছিল। তবে সম্ভবত এখন আরো একবার ভারত তার পুরানো পথে হাঁটার দিকে পা বাড়িয়েছে।

মেডিক্যাল ট্যুরিজমের দিক থেকে ভারতের জন্য একটা ভালো খবর সামনে আসছে। প্রাপ্ত খবর অনুযায়ী ভারত মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে ব্যাপক হারে উন্নতি করছে। আসলে বিগত বেশিকিছু বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রের পরিকাঠামোর স্তর বাড়িয়ে তুলেছে। একই সাথে ভারতের স্বদেশী চিকিৎসা ব্যবস্থার প্রচার জোরদার হয়েছে। যার ফল এখন হাতে নাতে পাওয়া যাচ্ছে। FICCI এর সম্প্রতি রিপোর্ট অনুযায়ী, ভারত এই বছর মেডিক্যাল ভ্যালু ট্রাভেল (MVT) মার্কেটে ৯ বিলিয়ন ডলার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আসলে কম খরচের মধ্যে ভারত চিকিৎসা ব্যবস্থায় যে পরিষেবা প্রদান করেছে তা পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষন করেছে। পরিষেবা ছাড়াও ভারতে আসার সুবিধা ও কম খরচের নানা সুবিধার জন্য মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে ভারতের উন্নতি চরম সীমায় পৌঁছেছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যে পূর্ব, আফ্রিকা ও সার্ক দেশগুলি ভারতের চিকিৎসার উপর ব্যাপক হারে আগ্রহ দেখিয়েছে। যার কারণে এই সমস্থ দেশগুলি থেকে বহু সংখ্যায় মেডিকেল ট্যুরিজম ভারতে আসতে দেখা যাচ্ছে। লক্ষণীয় বিষয় এই যে, ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না হওয়া সত্ত্বেও সেখানে থেকে প্রচুর সংখ্যায় মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন।

এমনকি আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বড়ো সংখ্যায় বিশ্বের মানুষজন মেডিক্যাল ক্ষেত্রে ভারতকে বিকল্প হিসেবে নেওয়ার বেশকিছু কারণকে বিশেষজ্ঞরা ধরেছেন। কম ওয়েটিং টাইমের মধ্যে চিকিৎসা, কমিউনিকেশন বাধা না হওয়া ( প্রায় সকল চিকিৎসক ইংরাজি জানেন) ও তৃতীয় সবথেকে বড়ো কারণ হলো আয়ুর্বেদ এর উপর মানুষের বৃদ্ধি পাওয়া আকর্ষন।



from India Rag https://ift.tt/2uxDR55
Read More
// // Leave a Comment

সিএএ এর সমর্থনে র‍্যালিতে উপদ্রবিদের হামলা! আহত পুলিশ জওয়ান সমেত সাধারণ মানুষ

ঝাড়খণ্ডের লোহরদাগা (Lohardaga) জেলার নাগরিকতা সংশোধন আইন আর নাগরিকপঞ্জির সমর্থনে বৃহস্পতিবার একটি র‍্যালির আয়োজন করা হয়েছিল। Bangla Khobor বিশাল জুলুসে উপদ্রবিরা পাথরচ ছোঁড়ে! এরপর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপর উপদ্রবিরা গাড়িতে ভাঙচুর চালায় আর আগুন লাগিয়ে দেয়, এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার ব্রিগেড ডাকে। উপদ্রবিদের পাথর ছোঁড়ার কারণে অনেক মানুষ আহত হন। পুলিশের অনেক জওয়ান এই ঘটনায় আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর পুলিশ গোটা এলাকায় কারফিউ জারি করে, আর গোটা মামলার তদন্তে নামে।

পুলিশ জানায় যে, পূর্ব নির্ধারিত অনুষ্ঠান অনুযায়ী সিএএ আর এনআরসি সমর্থনে মানুষ র‍্যালি করছিল, আর সেই সময় অজ্ঞাত পরিচয় মানুষেরা লোহরদগা অমলাটোলি চৌকের পাশে তাঁদের উপর পাথর ছোঁড়ে। পুলিশ জানায়, এরপর উপদ্রবিরা আশেপাশের মোটর সাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ সুত্র থেকে জানা যায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর উপদ্রবিরা দোকানে ভাঙচুর আর লুঠপাট চালায়। পরস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ হাওয়ায় কয়েক রাউন্ড গুলি চালায়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ার পর পাকর জেলার কমিশনার আকাঙ্খা রঞ্জন এবং পুলিশ ইনচার্জ অলোক পুরে পুলিশ দলের সাথে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

যদিও এই ঘটনায় কোন হতাহত হওয়ার কোন অফিসিয়ালি ঘোষণা হয়নি। পরিস্থিতিও উত্তেজক আছে বলে জানা যাচ্ছে, তবে এখন আগের থেকে অনেক নিয়ন্ত্রণে।



from India Rag https://ift.tt/36oVSzX
Read More
// // Leave a Comment

৭২ বছরে $2 ট্রিলিয়ন , ৫ বছরে $3 ট্রিলিয়ন ইকোনমি: ভারতের অর্থব্যবস্থায় দুরন্ত গতি দিল মোদী সরকার

একদিকে ভারত (India) সহ পুরো বিশ্বের অর্থনীতি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, অন্যদিকে এ বিষয়টিও লক্ষণীয় যে, গত পাঁচ বছরে ভারতের অর্থনৈতিক অগ্রগতি দ্রুত গতিতে বেড়েছে। ভারত মাত্র 5 বছরে 2 ট্রিলিয়ন ডলার থেকে 3 ট্রিলিয়ন ডলার অর্থনীতির হয়ে উঠতে সক্ষম হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছিলেন যে আগামী কয়েক বছরে ভারত 5 ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে সক্ষম হতে পারবে। লক্ষণীয় যে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের সময়, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তির মধ্যে ভারত 11 তম স্থানে ছিল। আজ 5 বছর পরে, ভারত বিশ্বের ৫ তম বৃহত্তম অর্থনীতি।

ভারতীয় রাজদূত হর্ষবর্ধন শ্রিংলা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হর্ষবর্ধন বলেছিলেন যে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃড় ইচ্ছা এবং ভারতের দৃড় রাজনৈতিক স্থিতিশীলতার একটি চমৎকার যা গত কয়েক বছরে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বড়ো সাফল্য এনে দিয়েছে।
1 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে ভারতের 60 বছর সময় লেগেছে। পরবর্তী 12 বছরে দেশের 2 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার গৌরব অর্জন করেছিল। এর পরে, ভারত একটি অভূতপূর্ব সাফল্য অর্জন করে মাত্র 5 বছরে 3 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়ে বিশ্বকে অবাক করেছিল। ভারতীয় রাজদূত জানিয়েছিলেন যে এটি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫ বছরের সময়কাল। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি পরের ৫ বছরে ২ ট্রিলিয়ন ডলার অর্থনীতি বৃদ্ধি করার কথা বলেছেন।

 
Narendra Modi

ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন বলেছিলেন যে শীঘ্রই এমন সময় আসবে যখন ভারত বিশ্বের বৃহত্তম মানব সংশাধন তালিকা যুক্ত হবে। মঙ্গল গ্রহে উপগ্রহ প্রেরণকারী ভারত বিশ্বের তৃতীয় দেশ। সবচেয়ে বড় কথা হ’ল এই মিশনে কর্মরত বিজ্ঞানীদের গড় বয়স মাত্র 29 বছর। এটি দেখায় যে ভারতের একই বিজ্ঞানীরা অভিজ্ঞ হওয়ার পর ভবিষ্যতে কি করার ক্ষমতা অর্জন করবে।



from India Rag https://ift.tt/2O3zPbI
Read More
// // Leave a Comment

রাম-জন্মভূমির দর্শন করার পর তারিক ফতেহ বললেন, মুসলিম ইউনিভার্সিটি থেকে সরানো হোক জিন্নার ছবি

বিখ্যাত লেখক তারেক ফাতাহ (Tarek Fatah) বলেছেন, মুসলিম মহিলারা NRC, CAA এর বিরোধিতা করছে না। বরং মুসলিম মহিলাদের রাস্তায় বসিয়ে রেখেছেন তাদের স্বামীরা, দাবি তারেক ফাতাহের। উনি আরো বলেছেন, প্রথমে মুসলিম পুরুষরা মহিলাদের বোরখা থেকে বের করুক, নিষেধাজ্ঞা তুলে নিক। ভগবান শ্রী রামের শহর অযোধ্যায় পৌঁছে তারেক ফাতাহ সাংবাদিকদের মুখোমুখি হিয় একথা বলেন। Bangla Khobor সেখানে তিনি হনুমান গড়ি এবং রাম জন্ম্ভভূমিতে পূজা দেন ও সাধুদের সাথে সাক্ষাত করেন। এরপর সাংবাদিক মহলের মুখোমুখি হতেই কট্টরপন্থীদের উপর আক্রমন শুরু করেন।

তারিক ফতেহ বলেন যে মুসলিম মহিলারা এনআরসি এবং সিএএ-এর বিরোধিতা করছেন না। আসলে তাদের স্বামী তাদের প্রতিবাদে বসিয়েছে। উনি বলেন একদিকে পুরুষরা নিজেদের মা বোনকে বোরখায় বন্দি বানিয়ে রেখেছে অন্যদিকে শহীনবাগে এসে NRC/CAA এর বিরোধিতা করতে বলছে, এটা দ্বিচারিতা।
তারিক ফতেহ বলেন, বাংলাদেশ থেকে হিন্দুরা আসার ফলে মুসলিমরা মনে করছে যে তারা সংখ্যায় কম হয়ে যাবে।বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুরা তাদের জনসংখ্যা কমিয়ে দেবে। হিন্দুরা বাড়লে আমাদের কী হবে? এইরকম একটা ভ্রান্তি ধারণা তৈরি করে দেওয়া হয়েছে।

তারিক ফতেহ বলেন, বিশ্ববিদ্যালয়ে ধর্মের কি কাজ? কি কারণে বিশ্ববিদ্যালয় মুসলিমদের ৫০% সংরক্ষণ রাখা হয়েছে। মুসলিম ইউনিভার্সিটিগুলি বন্ধ করার দাবিও তোলেন তারিক ফতেহ। উনি বলেন, প্রথমে বিশ্ববিদ্যালয় থেকে জিন্নার ছবি সরিয়ে নেওয়া হোক তবেই বুঝবো আপনারা দেশের কাজের। আপনার জিন্নার ছবি সরাতে দেন না, অন্যদিকে NRC/CAA এর বিরোধিতা করেন। রাম মন্দির প্রসঙ্গে মুখ খুলে তিনি বলেন, ভারতে তো মসজিদের অভাব নেই তাহলে কেন মুসলিমদের ৫ একর জমি দেওয়া হবে?



from India Rag https://ift.tt/37skJE5
Read More
// // Leave a Comment

অভিনেতা শক্তি কাপুর করলেন খোলাখুলি বিজেপির সমর্থন! দিল্লীর নির্বাচনে মনোজ তেওয়ারী পাশে দাঁড়ালেন শক্তি কাপুর

সম্প্রতি রাজনীতি ও বলিউড জগত এর একটা রেষারেষি শুরু হয়েছে। বলিউড জগৎ থেকে আক্রমন, সমালোচনা, প্রশংসার মতো প্রতিক্রিয়া রাজনৈতিক জগতের জন্য সামনে আসছে। Bangla News বিগত দুদিন ধরে নাসিরউদ্দিন ও অনুপম খেরের মধ্যে যে দ্বন্দ শুরু হয়েছে তাও রাজনৈতিক রূপ নিয়েছে। আর এখন বলিউডের পুরানো ও বিখ্যাত অভিনেতা শক্তি কাপুর মাঠে নেমেছেন। পুরানো সময়ের বলিউড স্টার ও বিখ্যাত অভিনেতা শক্তি কাপুর দিল্লীর রাজনৈতিক আবহাওয়া নিয়ে মন্তব্য করেছেন। দিল্লীতে আম আদমি বনাম বিজেপির যে লড়াই শুরু হয়েছে তাতে শক্তি কাপুর বিজেপিকে সমর্থন জানিয়ে দিয়েছেন।

শক্তি কাপুর (Shakti Kapoor) খোলাখুলিভাবে বিজেপিকে সমর্থন জানিয়েছেন। দিল্লীর বিজেপি রাজ্য সভাপতি মনোজ তেওয়ারীকে নিয়েও উনি বিবৃতি দিয়েছেন। দিল্লিতে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে আলোড়ন রয়েছে। বিজেপি থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী কে হবেন তা এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি।
তবে শক্তি কাপুর ইঙ্গিতে তার বক্তব্যে জানিয়েছেন যে মনোজ তিওয়ারিও দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারেন। শক্তি কাপুর বলেছেন, ‘মনোজ তিওয়ারি একজন সৎ ব্যক্তি। তারা খুব পরিশ্রমী। তিনি প্রমাণ করেছিলেন যে কোনও শিল্পী যখন নিজের পরিশ্রম ও নিষ্ঠার সাথে পর্দায় তারকা হয়ে উঠতে পারেন, তখন তিনি রাজনীতিতেও তারকা হতে পারেন। আমরা সবাই তাদের শ্রদ্ধা করি।

শক্তি কাপুর আরো বলেন, “মনোজ তেওয়ারী কখনো স্পেশাল ফেবার করেন না। যেটা সঠিক, যা সত্য সেই দিকেই তিনি ঝুঁকেন। উনি আমার বন্ধু তাই জন্য বলছি না। আমি নিজে উনার সাথে মিশে এটা অনুভব করেছি। লক্ষণীয় বিষয় হল, অভিনেত্রী শক্তি কাপুরকে দীর্ঘদিন পর ভোজপুরি ছবিতে দেখা যাবে। এই সিনেমা সংক্রান্ত এক প্রেস কনফারেন্সে শক্তি কাপুর এই মন্তব্য করেছেন।



from India Rag https://ift.tt/2uwyD9K
Read More
// // Leave a Comment

মোদী সরকার আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আমাকে হেনস্থা করা হচ্ছে: ইলতাজা মুফতি, মেহেবুবা মুফতির কন্যা

পিডিপি প্রমুখ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির (Mehbooba Mufti)কন্যা ইলতিজা মুফতি SSG ( Special Service Group)এর উপর হয়রানির অভিযোগ তুলেছেন। ইলতিজা বলেছেন যে আমার মতো মেয়েদের প্রতি নজর রাখার পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে এর সংস্থান ব্যবহার করা। তাতে করদাতাদের অর্থের ভাল ব্যবহার করবে।
ইলতিজা অভিযোগ করেছেন যে এসএসজি, আইবি এবং সিআইডির মতো সংস্থা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। ইলতিজা তার টুইটে বলেছিলেন যে এসএসজি আমাকে হেনস্থা ও অবৈধভাবে আটক করার পরে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট করেছিল। আমাকে এইভাবে হয়রানি করা হচ্ছে।

সুরক্ষার নামে আমার স্বাধীনতা চূর্ণ করা যায় না। সম্প্রতি গ্রেপ্তার হওয়া জে কে পুলিশের ডিএসপি উদাহরণ দিয়ে ইলতিজা বলেছিলেন যে আমি এই লোকদের ছাড়া নিরাপদে আছি। এর আগেও ইলতাজা তার মাকে গৃহবন্দি করে রাখা নিয়ে প্রশ্নঃ তুলেছিলেন।
প্রসঙ্গত জানিয়ে দি, মেহেবুবা মুফতির মেয়ে ইলতাজা মুফতি এখন তার মেয়ের টুইটার হ্যান্ডেল ব্যাবহার করেন। ইলতাজা তার মায়ের টুইটার একাউন্ট থেকে প্রায় সময় মোদী ও অমিত শাহের উপর আক্রমন করেন। প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে কেন্দ্র সরকারের একটা প্রতিনিধি দল কাশ্মীরে গিয়ে জনসাধারণের সাথে সাক্ষাৎ করেছে।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতির বিষয়ে খোঁজ নিতে এই টিম কাশ্মীরে পৌঁছে ছিল। তবে তাতেও অসন্তোষ প্রকাশ করেছেন মেহবুবা মুফতির কন্যা। অমিত শাহের এক মন্তব্যের উপরেও আক্রোশ প্রকাশ করেছেন মেহেবুবা মুফতির মেয়ে। আসলে অমিত শাহ সম্প্রতি বলেছেন NRC ও NPR এর মধ্যে কোনো সম্পর্ক নেই, জনসংখ্যা রেজিস্টার নিয়ে রাজনীতি করা উচিত নয়। ইলতাজা মুফতি বলেছেন এইভাবেই তো কাশ্মীরেও অস্বাসন দেওয়া হয়েছিল ৩৭০ অপসারণ না করার।


from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/3aJrK5q


from India Rag https://ift.tt/36m0SVW
Read More